• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

রোমানিয়ায় তদন্তের আওতায় টিকটক

আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩
টিকটক
ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর আইন প্রণেতারা টিকটক কর্তৃপক্ষকে রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াপন্থি কালিন জর্জেস্কু-র অস্বাভাবিক জয়ে বুখারেস্ট মস্কোর সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে। রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) টিকটককে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রোমানিয়ার নির্বাচন সংক্রান্ত সকল তথ্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে। সম্ভাব্য যোগসাজশের অভিযোগ তদন্তের স্বার্থেই এই নির্দেশ দেয়ার কথা বলা হয়েছে।

ইইউর নির্দেশের পর টিকটক নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। ইইউর আইন অনুসরণ করেই টিকটক ব্রাসেলসকে সহায়তা করছিল বলে দাবি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির মুখপাত্রের।

বিবৃত্তিতে টিকটক কর্তৃপক্ষ বলেছে, আমাদের বিরুদ্ধে আনা কিছু ভুল রিপোর্ট ও অভিযোগের বিপরীতে সত্য জানার জন্য আমরা অপেক্ষা করছি। চীনের বেসরকারি কোম্পানি বাইট-ড্যান্স-এর মালিকানাধীন ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। রোমানিয়ার নির্বাচনে তাদের হস্তক্ষেপের অভিযোগ তারা অস্বীকার করেছে।

নির্বাচনে বিজয়ে রাশিয়াপন্থি কালিন জর্জেস্কুর নির্বাচনি প্রচারণার একটি বড় অংশ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টার ও টেলিভিশন বিতর্ক এড়িয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমকেই বেছে নিয়েছিলেন প্রচারণার জন্য।

টিকটকের পাশাপাশি ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স-এ ভাইরাল হওয়া ভিডিওগুলো তার সমর্থন বাড়াতে সহায়তা করেছে।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিসা সেন্টার দিল্লি থেকে স্থানান্তরের অনুরোধ প্রধান উপদেষ্টার
আপনাদের উপস্থিতি রাজনৈতিক সমর্থনের প্রতিফলন: ইইউ দূতদের প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৭ রাষ্ট্রদূতের বৈঠক চলছে
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৭ রাষ্ট্রদূতের বৈঠক দুপুরে