ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

আইআরজিসির শীর্ষ কমান্ডার শাদমানিকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০১:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কর্মকর্তা আলী শাদমানিকে হত্যা করার দাবি করেছে ইসরাইল। মঙ্গলবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান শাদমানিকে লক্ষ্য করে সফলভাবে অভিযান চালিয়েছে। ইসরায়েলের মতে, শাদমানি ছিলেন ইরানের অন্যতম প্রভাবশালী সামরিক কমান্ডার এবং আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সহযোগী।

তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি। উল্লেখযোগ্যভাবে, গত শুক্রবার ইসরাইলের হামলায় খাতাম আল-আম্বিয়ার সাবেক প্রধান গোলাম আলী রশিদ নিহত হওয়ার পরই শাদমানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

ইসরাইল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল দাবি করছে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ২৪ জন নিহত এবং কয়েকশ আহত হয়েছে। অন্যদিকে ইরান বলছে, ইসরায়েলি হামলায় তাদের অন্তত ২২৪ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |