ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

এক ভিসায় যে ৬ দেশে যাওয়া যাবে 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০২:৪৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

একাধিক নয়, এবার মাত্র একটি ভিসার মাধ্যমেই মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণ করা যাবে। সব ঠিক থাকলে খুব শিগগিরই এই ভিসা চালু হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এবং নিয়মিত ভ্রমণকারীদের জন্য একটি বড় ভ্রমণ সুবিধা আসছে। শিগগিরই এক ভিসার মাধ্যমে জিসিসিভুক্ত ছয় দেশে ভ্রমণের জন্য সুযোগ চালু হতে যাচ্ছে। এর ফলে এর বাইরের দেশের নাগরিকরাও একাধিক ভিসার ঝামেলা ছাড়াই সহজে এই অঞ্চলটি ঘুরে দেখতে পারবেন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়, আনুষ্ঠানিকভাবে এর নামকরণ করা হয়েছে জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা। এই নতুন ভিসা স্কিমের আওতায় সংযুক্ত আরব আমিরাত (দুবাই), সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানে ভ্রমণ করা যাবে।

২০২৩ সালে এই উদ্যোগটি অনুমোদিত হয়েছে উল্লেখ করে গালফ নিউজ আরও জানিয়েছে, বর্তমানে এটি চূড়ান্ত পরিকল্পনার পর্যায়ে রয়েছে। যদিও সঠিক উদ্বোধনের তারিখ এখনও নিশ্চিত হয়নি। তবে এই বছরের মধ্যেই ভিসাটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

ভিসার চূড়ান্ত শর্ত ও মেয়াদ এখনও নির্ধারণ করা হয়নি জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এ ভিসার মেয়াদ ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত হতে পারে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |