ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে হামলা অব্যাহত রাখতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে তিনি কী বলেছেন? জবাবে ট্রাম্প বলেন, আমি তাকে বলেছি, হামলা চালিয়ে যেতে। আমি তার সঙ্গে প্রতিদিন কথা বলি। নেতানিয়াহু ভালো মানুষ। অনেক কিছু করছে। মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে সবশেষ কথা বলেন ট্রাম্প।
দখলদারদের ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি এটি বলতে পারব না। আপনি ভাববেন না আমি এ প্রশ্নের উত্তর দেব। আমি হামলা করতে পারি, আবার নাও পারি। আমি বোঝাচ্ছি, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।
তিনি বলেন, আমি আপনাকে বলতে পারি— ইরান অনেক সমস্যায় আছে এবং তারা আলোচনা করতে চায়। আমি তাদের বলেছি, তাহলে কেন আগে আলোচনা করেননি। আমি বলেছি, কেন দুই সপ্তাহ আগে আলোচনা করেননি। আগে আলোচনা করলে আপনারা ভালো করতেন। আপনাদের দেশ থাকত।
প্রসঙ্গত, গত ১৩ জুন ভোরে হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।
সেই থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের অনেকে নিহত ও আহত হয়েছেন। তবে এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।
সূত্র: সিএনএন, আলজাজিরা
আরটিভি/এফএ -টি