কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ইসরায়েলে কেউ দেখলে তাকে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির।
বৃহস্পতিবার (১৯ জুন) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে ইতামার বেন গভির বলেন, ইসরায়েলে কেউ যদি আলজাজিরার সম্প্রচার দেখে, তাহলে তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।
এ ছাড়া আলজাজিরাকে ‘জাতীয় নিরাপত্তার সরাসরি হুমকি’ বলে আখ্যায়িত করেন তিনি।
এর আগে আ জাজিরার অফিস বন্ধ করে দিয়ে তাদের সরঞ্জাম জব্দ করেছিল ইসরায়েল সরকার। এবার এমন একটি আইন পাস করেছে ইসরায়েল, যার মাধ্যমে প্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী যেকোনো বিদেশি সংবাদমাধ্যমকে নিরাপত্তার হুমকি মনে করলে তা বন্ধ করে দিতে পারবেন।
প্রসঙ্গত, গত ১২ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।
হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও ছয়জন পরমাণু বিজ্ঞানীসহ অন্তত কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।
ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ইহুদিবাদীরা। দুই দেশের মধ্যে সংঘাত এখনও চলমান রয়েছে।
আরটিভি/এফএ