সিরিয়ার নতুন জাতীয় প্রতীক সোনালী ঈগল, যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৫:০২ এএম


সিরিয়ার নতুন জাতীয় প্রতীক সোনালী ঈগল, যা জানা গেল
ছবি: সংগৃহীত

স্বৈরাশাসক বাশার আল আসাদের পতনের পর ‘সোনালী ঈগলকে’ নতুন প্রতীক হিসেবে উন্মোচন করেছে সিরিয়া। এ প্রতীকের মাঝে ফুটে উঠেছে দেশটির ইতিহাস ঐহিত্যসহ নানা বিষয়।

বিজ্ঞাপন

শনিবার (৫ জুলাই) আরব নিউজের এক প্রতিবেদনে এ প্রতীকের অর্থ এবং কেন এটিকে বেছে নেওয়া হয়েছে তার বিস্তারিত তুলে ধরা হয়। 

এর আগে গত ৩ জুলাই রাজধানী দামেস্কে এক অনুষ্ঠানে গোল্ডেন ঈগল তথা সোনালী ঈগলকে জাতীয় প্রতীক হিসেবে উন্মোচন করে সিরিয়ার নতুন সরকার।

বিজ্ঞাপন

দেশটির কর্মকর্তারা এটিকে স্বৈরাচারী শাসনের উত্তরাধিকার থেকে মুক্তি এবং সেবা, ঐক্য ও জনগণের বৈধতার দ্বারা সংজ্ঞায়িত একটি রাষ্ট্রের দিকে অগ্রসর হওয়ার পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। 

সরকারি সংবাদ সংস্থা সানা জানায়, এ নতুন প্রতীক সিরিয়ার ‘জাতীয় পরিচয় ও ভাবমূর্তি’র এক নতুন অধ্যায়ের সূচনা। এটি দেশের ভেতরে ও বাইরের কাছে সিরিয়ার অবস্থানকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।

আরব নিউজ জানায়, ঐতিহাসিকভাবে ঈগল সিরিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। সপ্তম শতকে ইসলামী বিজয়ের সময় ‘থানিয়াত আল-উকাব’ যুদ্ধে এবং স্বাধীনতার পর ১৯৪৫ সালের রাষ্ট্রচিহ্নে এই পাখির ব্যবহার ছিল। নতুন নকশায় সেই ধারাবাহিকতা বজায় রেখে আগের প্রতীকের লড়াকু ঢালটি বাদ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোনালী ঈগলের অর্থ কী ও কেন?

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ঈগলের মাথার ওপরে ৩টি তারা বসানো হয়েছে। এটি জনগণের ক্ষমতাকে রাষ্ট্রের ঊর্ধ্বে তুলে ধরে। ডানাগুলো বিস্তৃত কিন্তু আগ্রাসী নয় এবং প্রতিটি ডানায় ৭টি করে পালক আছে, যা দেশের ১৪টি গভর্নরেটকে নির্দেশ করে। লেজের ৫টি পালক দেশের পাঁচটি ভৌগোলিক অঞ্চল- উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও কেন্দ্রকে প্রতিনিধিত্ব করছে।

সিরিয়ার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, জনগণ আকাশের তারার উচ্চতা স্পর্শ করতে চায়, রাষ্ট্র তাদেরকে রক্ষা ও সক্ষম করছে। তাদের সক্রিয় অংশগ্রহণই রাষ্ট্রকে পুনর্জাগরিত করবে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারা এ পরিবর্তনকে জনগণের ইচ্ছা থেকে জন্ম নেওয়া ও তাদের সেবা করা সরকারের প্রতীক বলে অভিহিত করেছেন। 

তিনি বলেন, নতুন প্রতীকটি সিরিয়াকে আর একটি দমনমূলক নিরাপত্তাকেন্দ্রিক রাষ্ট্র নয়, বরং একটি নাগরিকমুখী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করছে।

পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শাইবানি বলেন, আমরা পুরনো শাসনের ভ্রষ্ট বাস্তবতাকে প্রত্যাখ্যান করেছি। এ নতুন প্রতীক আমাদের পরিচয়ের ছড়িয়ে থাকা টুকরোগুলোকে একত্র করে ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি স্থাপন করবে। 

তিনি এটিকে ‘সাবেক শাসনের বর্ণনার সাংস্কৃতিক মৃত্যু’ হিসেবেও উল্লেখ করেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, নতুন এ প্রতীক সিরিয়ার শিল্পী ও ডিজাইনারদের হাতেই গড়া। এতে নেতৃত্বে ছিলেন খ্যাতিমান শিল্পী খালেদ আল-আসালি। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission