স্পেনে বিমান থেকে যাত্রীদের লাফ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ১০:৩৩ এএম


স্পেনে বিমান থেকে যাত্রীদের লাফ, অতঃপর...

স্পেনের পালমা দো মাললোরকা বিমানবন্দরে রায়ানএয়ারের একটি ফ্লাইটে আগুন লাগার সতর্কতা জারি করা হয়। এ সময় বিমান থেকে বের হতে গিয়ে অন্তত ১৮ যাত্রী আহত হয়েছে। স্পেনের পালমা দো মাললোরকা বিমানবন্দরে রায়ানএয়ারের ফ্লাইটে ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

শনিবার (৫ জুলাই) আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে আগুনের ভুল সতর্ক সংকেতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পরে ফ্লাইটটি স্থগিত ঘোষণা করা হয়। জরুরি বিভাগকে পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত করা হলে তারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যায়। 

বিজ্ঞাপন

বিবৃতিতে রায়ানএয়ার বলেছে, বিমানের জরুরি বহির্গমন দরজা ব্যবহার করে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। তবে কিছু যাত্রী ডানা থেকে সরাসরি মাটিতে ঝাঁপ দিয়ে আহত হয়। বিমানের ক্রুরা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা সহায়তা দিয়েছেন। আর বিমানটিতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।

স্পেনের রাষ্ট্রায়ত্ত বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যায়েনা বলেছে, শুক্রবার রাতে পালমা দে মালোর্কা বিমানবন্দরে রায়ানএয়ারের বিমানে একটি ঘটনা ঘটেছিল। তবে সেটিতে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। এ ছাড়া বিমানবন্দরের কার্যক্রমেও প্রভাব পড়েনি।

সূত্র: এএফপি,এনডিটিভি

বিজ্ঞাপন

আরটিভি/এস

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission