• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মুরগির ডিমের মতো হীরা

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:১৪

হীরা শব্দটা শুনলেই চোখ চকচক করে ওঠে। তারপরও যদি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হীরার কথা বলা হয়, তবে তো কথাই নেই।

উত্তর আমেরিকার সবচেয়ে বড় হীরা আবিষ্কার করেছে ডোমিনিয়ান ডায়মন্ড মাইন রিও টিন্টো গ্রুপ।

কানাডার উত্তর পশ্চিম প্রান্তের দিয়াভিক খনি থেকে ৫৫২ ক্যারেটের হলুদ রঙের হীরাটি পাওয়া গেছে।

এর আগে কানাডায় যে হীরাটি সবচেয়ে বড় ছিল, সেটি এর চেয়ে তিনগুণ বড়। খনির পক্ষ থেকে এক্সিকিউটিভ অফিসার শ্যেন ডারগিন জানিয়েছেন, এটি খুবই উন্নতমানের হীরা। সূত্র: নিউজ ১৮

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানাডায় জাঁকজমকভাবে শেষ হলো ‘অঞ্জন দত্ত’ নাইট
কানাডার হয়ে খেলতে চেয়েছিলেন বুমরাহ!
আজ দুপুর হবে সাময়িক রাত, লাইভ দেখবেন যেভাবে
সোমবার দিনেই নামবে সাময়িক রাত
X
Fresh