বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২৬ মে ২০১৯ , ০৭:৫৪ পিএম


বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবেন মোদি
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে তার দ্বিতীয় মেয়াদের শপথ নেবেন। দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ এক টুইট বার্তায় এমনটিই জানিয়েছেন।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শপথ নেয়ার ব্যাপারে গতকাল সন্ধ্যায় প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন মোদি। তখনই হয়তো এই সময় নির্ধারণ করা হয়।

এবার লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ৩৫২ আসন পেয়েছে। ফলে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে তারা। যদিও এখনও পর্যন্ত মন্ত্রিসভা গঠন করেননি মোদি। এমনকি এ বিষয়ে কোনও ইঙ্গিতও নাকি দেননি।

বিজ্ঞাপন

তবে ভারতের প্রেসিডেন্টের টুইট ভিন্ন বার্তা দিচ্ছে। তিনি তার টুইটে লিখেছেন, প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। অর্থাৎ, মন্ত্রিসভায় কারা থাকছেন সে বিষয়ে কেউ মুখ না খুললেও হয়তো এরই মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে।

শপথ অনুষ্ঠানে কারা থাকবেন সে বিষয়ে এখনও কিছু জানায়নি ভারতীয় কর্তৃপক্ষ। ২০১৪ সালে অবশ্য সার্কের সব নেতাকে শপথ অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

ডি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission