ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ভারতকে পাল্টা জবাব দেবে না মালয়েশিয়া: মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২০ জানুয়ারি ২০২০ , ০১:৩৪ পিএম


loading/img
ছবি সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, তার দেশ থেকে ভারত পাম তেল কেনা বয়কট করার সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা নেবে না কুয়ালালামপুর। কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার পর মালয়েশিয়া থেকে পাম তেল আমদানি বয়কট করার ঘোষণা দেয় ভারত। ওই ঘটনার পর আজ সোমবার এমন মন্তব্য করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

পাম তেল উৎপাদনে বিশ্বে দ্বিতীয় মালয়েশিয়া। আর মালয়েশিয়া থেকে শীর্ষ পাম তেল আমদানিকারক দেশ হচ্ছে ভারত। কিন্তু ভারতের অভ্যন্তরীণ নীতি নিয়ে মাহাথিরের করা মন্তব্যের জেরে মালয়েশিয়া থেকে পাম তেল আমদানি বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় ভারত।

মালয়েশিয়ার পর্যটন দ্বীপ লংকাবিতে সাংবাদিকদের মাহাথির বলেন, ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আমরা খুবই ছোট। এটি সমাধানে আমাদের অন্য পথ ও উপায় খুঁজে বের করতে হবে।

বিজ্ঞাপন

মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যু ও ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দিতে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের সমালোচনা করেন। আজ সোমবার আবারও তিনি ভারতের নাগরিকত্ব আইনের সমালোচনা করেন। তিনি এটিকে ‘চূড়ান্তভাবে অন্যায়’ বলেও মন্তব্য করেছেন।

তবে এর আগে ভারতের ইসলামিক বক্তা জাকির নায়েককে আশ্রয় দিয়ে দিল্লির তোপের মুখে পড়ে মালয়েশিয়া। দিল্লির চাপের মুখেও জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাতে অস্বীকৃতিও জানায় মালয়েশিয়া।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |