সিরিয়া ও তুরস্কের মধ্যে মধ্যস্থতার জন্য প্রস্তুত তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধু রাষ্ট্র সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সহযোগিতার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে তারা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেনের সঙ্গে এক বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এসব কথা বলেন।
জারিফ বলেন, সিরিয়া সংকটের একমাত্র সমাধান হচ্ছে রাজনৈতিক সংলাপ। এজন্য নতুন করে সংলাপে বসার আহ্বান জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়া ইস্যুতে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠকের কথা রয়েছে।
২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে ইদলিবে বাশারবিরোধী বিদ্রোহীরা শক্তিশালী ঘাঁটি গড়ে তুলেছে। ২০১৭ সাল থেকেই ইদলিবে বিদ্রোহীদের সহযোগিতার জন্য সেনা মোতায়েন রেখেছে তুরস্ক।
গেলো সোমবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আসাদ বাহিনীর অভিযানে সাত তুর্কি সেনা নিহত হন। পাল্টা হামলায় সিরীয় সেনাবাহিনীর ৭৬ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তুরস্ক।
এমএ/এসএস