• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

ইরাকের কিরকুকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫
ইরাকের কিরকুকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
ফাইল ছবি

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে কে১ নামে পরিচিত মার্কিন সেনাঘাঁটিতে বৃহস্পতিবার রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত বা আহতের খবর জানা যায়নি।

ইরানের জনপ্রিয় জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ৪০ দিন শেষ হওয়ার পর পরই এ রকেট হামলা চালানো হয়।

এ হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা স্তিমিত হতে থাকা উত্তেজনা ফের চাঙ্গা হয়ে ওঠার আশঙ্কা করছেন অনেকেই।

গত বছরের ২৭ ডিসেম্বর এ একই ঘাঁটিতে রকেট হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত হয়। এর প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকি সেচ্ছাসেবক গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর ২৫জনকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

এর কয়েক দিন পরই বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবারের এই হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে হামলার পর পরই ওই এলাকায় খুব নিচ দিয়ে মার্কিন সামরিক বিমান উড়তে দেখা গেছে।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাড়া পেয়ে যা বললেন নিপুণ
হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে হামলা-ভাঙচুর
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৪০
ময়মনসিংহে কাওয়ালী অনুষ্ঠানে হামলা-ভাঙচুর