• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০২০, ১০:৪৯

পাকিস্তানে প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। দেশটিতে এ পর্যন্ত ২,৩৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৩২ জন মারা গেছে। এছাড়া দেশটিতে এ পর্যন্ত ১০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন তার খবরে জানায়, পাঞ্জাব প্রদেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। সেখানে এ পর্যন্ত ৯১৪ জনের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। এরপরেই রয়েছে সিন্ধু প্রদেশ, সেখানে আক্রান্ত হয়েছে ৭৫৩ জন।

এছাড়া, খায়বার-পাখতুনখোয়া প্রদেশে ২৭৬ জন, গিলগিট বালতিস্তানে ১৮৭ জন, বেলুচিস্তানে ১৬৪ জন, ইসলামাবাদে ৬২ জন এবং আজাদ কাশ্মীরে নয়জন আক্রান্ত হয়েছে।

পাঞ্জাব প্রদেশ এ পর্যন্ত ১৫ হাজার ব্যক্তিকে করোনাভাইরাসের পরীক্ষার আওতায় আনা হয়েছে। আর সিন্ধু প্রদেশে এ পর্যন্ত সাত হাজার ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে।

এরইমধ্যে পাকিস্তান করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। পাকিস্তান সরকার জানিয়েছে, তারা করোনাভাইরাস মোকাবেলায় চীনের মডেল অনুসরণ করবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
X
Fresh