• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঋণ পরিশোধের বিষয়ে বৈশ্বিক উদ্যোগ নিন: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ এপ্রিল ২০২০, ১৯:০৭
ঋণ পরিশোধের বিষয়ে বৈশ্বিক উদ্যোগ নিন: ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি

উন্নয়নশীল দেশগুলোর জন্য ঋণ পরিশোধের বিষয়ে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ সোমবার (১৩ এপ্রিল) ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইমরান খান বিশ্ব নেতৃবৃন্দকে করোনাভাইরাসের বিপর্যয়মূলক প্রভাব কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে তিনি একটি প্রস্তাবণাও পেশ করেন।

সেখানে বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোর বর্ধিত ঋণ মুক্তি ও পুনর্গঠন করতে হবে। পাশাপাশি আর্থিক সুযোগ ও ত্রাণ সরবরাহ করা করতে হবে। ডাতে করে দেশগুলো তাদের উদীয়মান সংকট মোকাবিলা করতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনাভাইরাস বিশ্বে নজিরবিহীন স্বাস্থ্য ও অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। যা মানসিক চাপের চেয়েও ভয়ংকর বলে মনে করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, করোনাভাইরাস থেকে মুক্তি পেতে আমাদের অবশ্যই দৃঢ়, সমন্বিত ও পরিকল্পনামাফিক বৈশ্বিক কার্যক্রম হাতে নিতে হবে। এটি ছাড়া একে রুখে দেওয়া যাবে না। আর এই জন্য বিশ্ব নেতাদের এগিয়ে আসতে হবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তান সরকারের স্থায়িত্ব নিয়ে ইমরানের ভবিষ্যদ্বাণী
ইমরানকে হটাতে ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিলেন ডোনাল্ড লু
করোনায় আরও একজনের মৃত্যু
বিবাহ বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে মুখ খুললেন ইমরান খান
X
Fresh