• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনকে সমর্থন দিলেন হিলারিও

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ এপ্রিল ২০২০, ১৮:০০
hillary clinton, joe biden
জো বাইডেন ও হিলারি ক্লিনটন

বারাক ওবামার পর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করতে জো বাইডেনকে সমর্থন জানিয়েছেন হিলারি ক্লিনটন।

মঙ্গলবার বাইডেনের সঙ্গে লাইভ ভিডিও কনফারেন্স করেন হিলারি। এসময় তিনি বলেন, করোনাভাইরাসের সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের জন্যে যে ধরণের নেতা প্রয়োজন জো বাইডেন তেমনি একজন।

অভিজ্ঞ এই সিনেটরকে নিয়ে হিলারি বলেন, আমাদের প্রেসিডেন্ট হওয়ার জন্যে অন্যদের সমর্থনের সঙ্গে আমিও নিজেকে যুক্ত করতে চাই।

চলতি বছরের নভেম্বরে হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। যেখানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেটদের পক্ষ থেকে লড়বেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন।

করোনাভাইরাসের প্রভাবে দলীয় কনভেনশন পিছিয়ে আগস্টে নেয়া হয়েছে। তাই আনুষ্ঠানিক মনোনয়ন পেতে অপেক্ষা করতে হচ্ছে এই ৭৭ বছর বয়সী বাইডেনকে।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির বিপক্ষে জয়ী হয়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প।

বাইডেনকে সমর্থন দেয়ায় মুখ খুলেছে ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের প্রধান ব্রাড প্রাসকেলে।

তিনি বলে, এর আগে হিলারিকে হারিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার তার মনোনীত প্রার্থীকেও হারাতে চলেছেন তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাম পেল বাইডেন-জয়ার তিন কন্যা
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
পাকিস্তানের নবগঠিত সরকারকে স্বীকৃতি না দিতে বাইডেনকে চিঠি
বাইডেনের চিঠির জবাব দিয়েছেন শেখ হাসিনা
X
Fresh