• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভুলে নিজেদের যুদ্ধজাহাজে হামলা, নিহত একজন ইরানি নৌসেনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ মে ২০২০, ১২:৩০
Iranian Navy vessel 'mistakenly hits another' killing at least one
টাইমস অব ইসরায়েল থেকে নেয়া

ইরানের গণমাধ্যম সোমবার জানিয়েছে, তাদের একটি সামরিক সহায়তা জাহাজে ব্যাখ্যাতীত এক ‘ঘটনায়’ একজন নৌসেনা নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর দ্য ন্যাশনালের।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, সেমি অফিসিয়াল ফার্স ও ইসনা নিউজ এজেন্সি জানিয়েছে, ওমান উপসাগরে তেহরানের প্রায় ১২৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে জাস্ক বন্দরের কাছে একটি হেনদিজান-ক্লাস সাপোর্ট শিপ কোনারাকে রোববার এ ঘটনা ঘটেছে।

ইরানি টিভি জানিয়েছে, নৌ মহড়ার সময় একটি টার্গেটের খুব কাছাকাছি থাকা একটি সাপোর্ট শিপে একটি মিসাইল আঘাত হেনেছে।

এর আগে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয় যে, ইরানি নৌজাহাজ ভুলে আরেকটি জাহাজে মিসাইল নিক্ষেপ করেছে। এ ঘটনায় অন্তত ৪০ জন নিহত বা নিখোঁজ রয়েছে। ওই জাহাজটি ইরানের হরমোজগান প্রদেশের উপকূলীয় এলাকা দিয়ে কার্যক্রম চালাতো।

তবে ইরানের নৌবাহিনী জানিয়েছে, একটি নৌ মহড়ার সময়ে ওই ঘটনায় একজন নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

ইরানের সেন্ট্রাল আর্মি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনা তদন্ত করে দেখাচ্ছে। পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
ইসরায়েলের ড্রোনগুলো ‘বাচ্চাদের খেলনার মতো’: ইরান
মুসলিম দেশে হয়েও কেন ইসরায়েলের পক্ষ নিল জর্ডান?
X
Fresh