• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা নিয়ে চীনের ভূমিকা জানতে চায় ১০০ দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মে ২০২০, ১৮:২১
100 countries want to know China's role in Corona
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ রোধে চীনের কী ভূমিকা ছিল সে বিষয়ে তদন্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সম্মেলনে একটি প্রস্তাব উত্থাপন করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর এই খসড়া প্রস্তাবে সমর্থন দিয়েছে ১০০টি দেশ।

মার্কিন গণমাধ্যম সিএনএন তার অনলাইনের এক প্রতিবেদনে জানান, এই ১০০টি দেশের মধ্যে চীনের ঘনিষ্ঠ মিত্র রাশিয়াও রয়েছে।

এদিকে আজ সোমবার (১৮ মে) থেকে জেনেভায় অনলাইনে শুরু হচ্ছে চার দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলন। সম্মেলনে চীনের বিরুদ্ধে তদন্তের যে প্রস্তাব ইইউ দিচ্ছে সেটির খসড়া তৈরিতে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।

তবে অস্ট্রেলিয়ার এ ধরনের তৎপরতা ও খসড়া প্রস্তাবের বিরুদ্ধে চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, অস্ট্রেলিয়ার এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বহীনতার পরিচয়। এতে করোনা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি ব্যাহত হবে।

এর আগে বেইজিং জানিয়েছিল, এই ভাইরাস নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে সে বিষয়ে একমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত মেনে নেবে চীন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থাটিকে ‘চীনঘেঁষা’ বলে উল্লেখ করেছেন। এমনকি করোনা মোকাবিলায় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে সংস্থাটির প্রধানের পদত্যাগ দাবি করেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
ঐতিহাসিক সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
সম্মান রক্ষার ম্যাচে একশ’র আগেই অলআউট টাইগ্রেসরা
X
Fresh