• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আগামী শিক্ষাবর্ষ পুরোটাই হবে অনলাইনে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০২০, ১৭:৫৯
The entire next academic year at Cambridge University will be online
ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতির কারণে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় চলতি শিক্ষাবর্ষের (২০২০-২১) পুরোটাই অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিও কলের মাধ্যমে আগামী বছরের গ্রীষ্মকাল পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হবে। তবে এর মাঝে করোনা পরিস্থিতির উন্নতি হলে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে। তবে তাও হবে সামাজিক দূরত্ব নীতি মেনে।

দ্য গার্ডিয়ান তার প্রতিবেদনে জানায়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছেন করোনা মহামারি চলাকালে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি সম্পর্কে সবশেষ যে তথ্য পাওয়া যাবে তার আলোকে তাদের পরিকল্পনা পরিবর্তিতও হতে পারে।

ক্যামব্রিজই বিশ্ববিদ্যালয়ই যুক্তরাজ্যের প্রথম বিশ্ববিদ্যালয় যারা আগামী পুরো শিক্ষাবর্ষ অনলাইনে করার জন্য পরিকল্পনা ঘোষণা করেছে। এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে ম্যানচেস্টার ইউনিভার্সিটি আগামী শিক্ষাবর্ষের পুরো সময় মুখোমুখি ক্লাস না করার সিদ্ধান্তের কথা জানায়।

ইউরোপের করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো সংক্রমণের ভয়ে বন্ধ ঘোষণা করে।