• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভেন্টিলেটর কেনায় দুর্নীতি হওয়ায় বলিভিয়ার স্বাস্থমন্ত্রীকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মে ২০২০, ১২:৩৯
Marcelo Navajas
সংগৃহীত

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অতিরিক্ত দাম দিয়ে ভেন্টিলেটর কেনার মাধ্যমে দুর্নীতির সন্দেহে বুধবার বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো নাভাজাসকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বরখাস্ত করেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন আনেজ। খবর নিউ স্ট্রেইটস টাইমসের।

পুলিশ কর্নেল ইভান রোজাস বলেছেন, লাপাজে মার্সেলো নাভাজাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগের দিন অতিরিক্ত দাম দিয়ে এই ভেন্টিলেটর কেনায় তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন আনেজ।

ওই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ছয় আগে ক্ষমতায় বসার পর সবচেয়ে বড় দুর্নীতি কেলেঙ্কারির মুখোমুখি হয়েছেন আনেজ। একই সঙ্গে করোনা মহামারি মোকাবিলায় তার সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছেন তিনি।

স্পেনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৭৯টি ভেন্টিলেটর কেনে বলিভিয়া। প্রতিটি ভেন্টিলেটরের দাম ধরা হয় ২৭,৬৮৩ ডলার। ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এই ভেন্টিলরের দাম দাঁড়ায় প্রায় ৫০ লাখ ডলারে।