• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভারতে পিপিই নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা সেই ডাক্তার পাগলাগারদে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০২০, ২০:১৭
সুধাকর রাও
সুধাকর রাও

ভারতে করোনাভাইরাস চিকিৎসায় হাসপাতালগুলোর প্রর্যাপ্ত প্রস্তুতি না থাকা এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রীর (পিপিই) সংকটের কথা জনসম্মুখে বলে আলোচনায় আসা ডা. সুধাকর রাওকে মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) এ খবর প্রকাশ করেছে বিবিসি।

খবরে বলা হয়, এরইমধ্যে সামজিক যোগাযোগ মাধ্যমে ডা. সুধাকর রাও এর কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেসব ভিডিওতে দেখা যায়, রাস্তায় নিজের গাড়িতে খালি গায়ে বসে আছেন সুধাকর। আরেকটি ভিডিওতে দেখা যায়, তিনি খালি গায়ে রাস্তায় শুয়ে পড়ছেন তার হাত পেছন দিক তেকে বাধা। আর এ অবস্থায় তাকে লাঠি দিয়ে আঘাত করছেন এক পুলিশের কনস্টেবল।

ডা. সুধাকর রাও এর পরিবার থেকে বলা হয়েছে, পিপিই সংকট নিয়ে মুখ খোলার পর থেকেই অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে ফোনে হুমকি ধামকি দিচ্ছিল। এখন সবশেষ তাকে পাগলাগারদে পাঠানোর মধ্য দিয়ে ষড়যন্ত্র পরিপূর্ণ হলো।

এদিকে পুলিশের হাতে আটক হওয়ার আগে ডা. সুধাকর রাও সাংবাদিকদের জানান, তার গাড়ি আটকিয়ে তাকে তল্লাশি করার নামে পুলিশ মারধর করেছে এবং তার সেলফোন ও ম্যানিবাগ ছিনিয়ে নিয়েছে। এর প্রতিবাদ করায় তিনি আটক হচ্ছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh