• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৩ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০২০, ০৯:১৮
Deaths in Corona worldwide have exceeded 3 lakh 32 thousand
ফাইল ছবি

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ১ হাজার ছাড়িয়ে গেছে। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৯১০ জনের।

করোনাভাইরাস সম্পর্কে সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে আজ শুক্রবার (২২ মে) সকাল পর্যন্ত এ তথ্য পাওয়া যায়।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার আর মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৭০২ জনের। করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়া। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৭ হাজার। তবে রাশিয়ায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা তুলনামূলক কম। সেখানে মারা গেছেন ৩ হাজার ৯৯ জন।

যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫০ হাজার ৯০৮ জন। আর মারা গেছেন ৩৬ হাজার ৪২ জন।

করোনাভাইরাসে ধরাশায়ী ইউরোপের আরেক দেশ স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮০ হাজার ১১৭ জন। মারা গেছেন ২৭ হাজার ৯৪০ জন।

ইতালিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৬ জন। আর এখন পর্যন্ত মারা গেছেন ৩২ হাজার ৪৮৬ জন।

দক্ষিণ আমেরিকায় করোনায় সবচেয়ে বেশি আঘাত করেছে ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত ২ লাখ ৯৬ হাজার ১১৩ জন। মারা গেছে ১৯ হাজার ১৫৬ জন।

এছাড়া ফ্রান্সে আক্রান্ত ২ লাখ ৮১ হাজার ৮২৬ জন। মারা গেছে ২৮ হাজার ২১৬ জন। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৭৯ হাজার ৯১৮ জন ও মারা গেছেন ৮ হাজার ২৮২ জন।

পার্শ্ববর্তী দেশ ভারতে করোনায় আক্রান্ত ১ লাখ ১৮ হাজার ২২৬ জন। আর মারা গেছেন ৩ হাজার ৫৮৪ জন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
মুখ খুলল রাশিয়া
দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত বাংলাদেশ-রাশিয়া
X
Fresh