• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাস্ক না পরেই কারখানা পরিদর্শন করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মে ২০২০, ১৮:২১
ডোনাল্ড ট্রাম্প
সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের একটি কারখানা পরিদর্শনে গিয়ে মাস্ক পরেননি। বৃহস্পতিবার মিশিগানের ইপসিলান্টিতে ওই কারখানা পরিদর্শনে যান ট্রাম্প। করোনাভাইরাস মহামারির কারণে ওই কারখানায় এখন ভেন্টিলেটর তৈরি করা হচ্ছে। খবর টাইম ম্যাগাজিনের।

কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা আমাকে জানিয়েছে যে এখানে এটা পরা জরুরি নয়। তবে ফ্যাক্টরির যে অংশে সাংবাদিকরা উপস্থিত ছিল না সেখানে মাস্ক পরেছেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, আমি সাংবাদিকদের এমন দৃশ্য উপভোগ করার সুযোগ দিতে চাইনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবাইকে পরীক্ষা করা হয়েছে এবং আমাকেও পরীক্ষা করা হয়েছে। আজ সকালেই আমার পরীক্ষা হয়েছে।

পরে টাইমকে দেয়া এক বিবৃতিতে ফোর্ড মটর কোম্পানি জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প হাজির হলে তাকে মাস্ক পরার ব্যাপারে উৎসাহ দেন বিল ফোর্ড। তিনটি ফোর্ড জিটি দেখার সময় মাস্ক পরেছিলেন ট্রাম্প। তবে কারখানা পরিদর্শনের বাকি সময় মাস্ক ছাড়াই ছিলেন তিনি।