• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়াকে ছাড়িয়ে করোনা আক্রান্তের তালিকায় ব্রাজিল দ্বিতীয়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মে ২০২০, ০৮:৪৭
coronavirus live update
প্রিয় জনের লাশ দাফনের পর কান্নায় ভেঙে পড়ে ব্রাজিলের একটি পরিবার

লকডাউন শিথিল করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছে অনেক দেশ, তখন বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। রোববার সকাল পর্যন্ত ৫৪ লাখ ৪ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৯৭৫ জনের।

আক্রান্তের সংখ্যা অনুযায়ী রাশিয়াকে টপকিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে শনিবার মৃত্যু হয়েছে ৯৫৬ জনের। মৃতের মোট সংখ্যা ২২ হাজার ১৬৫।

ভয়েস অব আমেরিকা জানাচ্ছে, শুক্রবারের পর এই পর্যন্ত লাতিন আমেরিকার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৫০৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ১১৩।

মৃত্যু ও আক্রান্তের নিরিখে সবার আগে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটিতে মোট মৃতের সংখ্যা সাড়ে ৯৮ হাজারের বেশি। আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জন।

তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় মোট আক্রান্ত ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন। মারা গেছে ৩ হাজার ৩৮৮ জন।

করোনা মহামারী ছড়ানোর পর গেল শুক্রবার প্রথমবার চীনে একজনেরও শরীরে নতুন করে পাওয়া গেল না করোনা সংক্রমণ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
ব্রাজিলে বাণিজ্য মানে দক্ষিণ আমেরিকার বাজারে ঢোকার সুযোগ
ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
X
Fresh