• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ১৫ দিনে করোনায় আক্রান্ত ১ লাখ থেকে ২ লাখ হয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুন ২০২০, ১৬:৫৫
corona, india, kolkata,
ফাইল ছবি

ভারতে ১১০ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এক লাখ মানুষ। আর গত ১৫ দিনে আক্রান্ত হয়েছেন আরও এক লাখ মানুষ। দেশটিতে করোনার সংক্রমণ শুরুর পর ১২৫ দিন পর এখন আক্রান্ত দুই লাখের বেশি।

আজ বুধবার (৩ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে আনন্দবাজার পত্রিকা তার এক প্রতিবেদনে জানান, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৯০৯ জন। দেশটিতে একদিনে আক্রান্তের এটিই সর্বোচ্চ রেকর্ড। এখন পর্যন্ত ভারতে আক্রান্ত হয়েছেন দুই লাখ সাত হাজার ৬১৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট পাঁচ হাজার ৮১৫ জন মারা গেলেন।

ভারতে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে মহারাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত মারা গেছে দুই হাজার ৪৬৫ জন। এরপরই আছে গুজরাট। সেখানে মৃত্যু হয়েছে এক হাজার ৯২ জনের। এছাড়া রাজধানী নয়াদিল্লিতে মোট ৫৫৬ জন মারা গেছেন।

আর মধ্যপ্রদেশে মারা গেছেন ৩৬৪ জন, পশ্চিমবঙ্গে ৩৩৫ জন। আর উত্তরপ্রদেশ ২২২ জন, রাজস্থান ২০৩ জন, তামিলনাড়ু ১৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৮৭ জন, মোট আক্রান্ত সংখ্যা ৭২ হাজার ৩০০ জন। তামিলনাড়ুতে আক্রান্ত ২৪ হাজার ৫৮৬। দিল্লিতে মোট আক্রান্ত ২২ হাজার ১৩২ জন ও গুজরাতে ১৭ হাজার ৬১৭ জন।

এদিকে পশ্চিমবঙ্গেও প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। কলকাতা সহ বিভিন্ন জেলাতেও বাড়ছে সংক্রমণ। পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত হয়েছেন ছয় হাজার ১৬৮ জন। আর মারা গেছেন ৩৩৫ জন।

তবে করোনাভাইরাসে যেমন মানুষ আক্রান্ত হচ্ছেন, তেমন সুস্থ হয়ে হারও কম না। এখন পর্যন্ত ভারতে সুস্থ হয়েছেন এক লক্ষ ৩০৩ জন। তার মধ্যে চার হাজার ৭৭৬ জন সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুজরাটের বিপক্ষে দিল্লির ব্যাট টু ব্যাক জয়
প্রতিশোধ নিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠালো গুজরাট
পাঞ্জাবকে হারিয়ে গুজরাটের চতুর্থ জয়
গুজরাটকে সহজ লক্ষ্য দিলো পাঞ্জাব
X
Fresh