বিহারের একাংশ দাবি করে ভারতকে বাঁধ সংস্কারে বাধা নেপালের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২২ জুন ২০২০ , ১০:০৪ এএম


Nepal lays claim over Bihar land, prevents India from carrying out embankment work
গালফ নিউজ থেকে নেয়া

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে উত্তেজনা চলছে। এরই মধ্যে আরেক প্রতিবেশী নেপালের সঙ্গে উত্তেজনা শুরু হয়েছে। ভারতের বিহার সরকার সীমান্ত এলাকায় একটি বাঁধ নির্মাণ করছে। কিন্তু নেপাল বলছে, ওই এলাকা তাদের সীমানায় পড়েছে। খবর গালফ নিউজের।

বিজ্ঞাপন

গত শুক্রবার নেপাল পার্লামেন্টের উচ্চকক্ষে একটি নতুন রাজনৈতিক মানচিত্রের অনুমোদন দেয় দেশটির সরকার। ওই মানচিত্রে ভারতের উত্তরাখণ্ডের লিপুলেখ, কালাপানি ও লিমপিয়াধুরাকে নেপালের অংশ হিসেবে দেখা হয়েছে। তবে নেপালের এই মানচিত্র প্রত্যাখ্যান করেছে ভারত। তারা বলছে, এটা ঐতিহাসিক প্রমাণনির্ভর নয়। নেপালের সঙ্গে বিহারের ৭২৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

ব্হিারের পূর্ব চাম্পাপার্ন জেলার ঢাকা ব্লকে লাল বাকে নদীর ওপর বহু বছর আগে একটি বাঁধ নির্মাণ করেছিল ভারত। এখন সেটারই সংস্কার কাজ শুরু ‍করেছে বিহারের কর্তৃপক্ষ। কিন্তু তাদের কাজে বাধা দেয়ায় অবাক হয়ে গেছে ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট (ডব্লিউিআরডি)। নেপাল এখন বিহার সীমান্ত থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত এলাকা তাদের বলে দাবি করছে।

বিজ্ঞাপন

বিহার সরকারের ডব্লিউিআরডি জানিয়েছে, নেপালের হিমালয় থেকে উৎপত্তি হওয়া লাল বাকে নদীর ওপর বহু বছর আগে বাঁধ দিয়ে তারা এবং প্রতি বছর বর্ষাকালের আগে এই বাঁধের সংস্কার কাজ করা হয়। কিন্তু কখনও তারা নেপালে বাধার মুখে পড়েনি।

খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ প্রথমে স্থানীয় পর্যায়ে এই ইস্যু সমাধানের চেষ্টা চালায়; কিন্তু ব্যর্থ হয়। পরে বিহারের কর্তৃপক্ষ বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিহার সরকার এবং নেপালে ভারতীয় দূতাবাসকে জানিয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission