এবার হজ করেছেন ৬ হাজার ৬০০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ , ১১:৩০ পিএম


এবার হজ করেছেন ৬ হাজার ৬০০ ফিলিস্তিনি
এবার হজ করেছেন ৬ হাজার ৬০০ ফিলিস্তিনি। ছবি: সংগৃহীত

চলতি হজ মৌসুমে ৬ হাজার ৬০০ জন ফিলিস্তিনি হজ পালন করেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বিজ্ঞাপন

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৫ জুন) হজপালনকারীর মধ্যে ৫ হাজার ২৫০ জন পশ্চিম তীর ও দখলকৃত জেরুজালেম থেকে হজে গেছেন। এ ছাড়া, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে হজে গেছেন ১৩৫০ জন। তারা বর্তমানে মিশরে বসবাস করছেন এবং সেখান থেকেই হজে গেছেন। ফজরের আগেই হাজিদের মিনা থেকে আরাফায় স্থানান্তর করা হয়েছে, সুষ্ঠু, নির্বিঘ্ন ও শৃঙ্খলাভাবে তাদের হজ সম্পন্ন হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ফিলিস্তিনিদের হজ প্যাকেজের মূল্য ৩,৩২০ থেকে ৩,৮১৭ জর্ডানিয়ান দিনার (প্রায় ৪,৬৮০ থেকে ৫,৩৮০ মার্কিন ডলার)। 

বিজ্ঞাপন

ফিলিস্তিন সরকারের আওতাধীন ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মুস্তফা নাজম বৃহস্পতিবার (৫ জুন) ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’-কে জানান, এ বছর উত্তর ও দক্ষিণ ফিলিস্তিন (অর্থাৎ পশ্চিম তীর ও গাজা) থেকে মোট ৬,৬০০ জন হাজি হজ পালন করছেন। ফিলিস্তিনি হাজিরা নিরাপদ ও সুস্থ আছেন, তারা আরাফার ময়দানে উপস্থিত রয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গতবারের মতো এবারও গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজ। যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে চলমান আগ্রাসনে এক লাখ ৭৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ ও আহত হয়েছেন, তাদের অধিকাংশই নারী ও শিশু। ১১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং লক্ষাধিক মানুষ গৃহহীন ও শরণার্থী হয়ে পড়েছেন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission