ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলের দিকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০২:০৫ এএম


loading/img
ইসরায়েলের দিকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানে হামলা নিয়ে মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই ইসরায়েলের দিকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ক্ষেপণাস্ত্রগুলো যাওয়ার সময় ধোঁয়ার কুণ্ডলির এক ভিন্ন দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বিজ্ঞাপন

ইসরায়েলের সেনাবাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা জানায়, ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা। এ ছাড়া, ইসরায়েলের জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশও দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। 

এর আগে, হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি এটা করতে পারি, আবার আমি না-ও করতে পারি।  এর কয়েক ঘণ্টা পরে ইরান অদ্ভুত ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

বিজ্ঞাপন

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিষয়ে ট্রাম্প বলেন, আমি এটা বলতে পারি না... আপনারা জানেন না আমি এটাও করতে যাচ্ছি কি না। আমি এটা করতে পারি, আবার না-ও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি। 

ইরান অনেক সমস্যায় পড়েছে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা আলোচনা করতে চায়। আর আমি বলেছিলাম, কেন তোমরা আগে আমার সঙ্গে আলোচনা করোনি- এত সব মৃত্যু ও ধ্বংসের আগে কেন তোমরা আলোচনা করোনি? 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |