ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

আমরা বেদনাদায়ক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছি: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৩:৩১ এএম


loading/img
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েল ‘গুরুতর ও বেদনাদায়ক ক্ষয়ক্ষতির’ সম্মুখীন হচ্ছে বলে জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমরা অনেক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছি, বেদনাদায়ক ক্ষয়ক্ষতি। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভাষণটির ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনী উভয়ই চলমান মিসাইল হামলা এবং সহিংসতার মধ্য দিয়ে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিভিন্ন বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। পরে ইরানও পাল্টা হামলা চালায়। এতে ইসরায়েল জুড়ে ধ্বংসলীলা বয়ে যাচ্ছে।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |