ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৪:২০ এএম


ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল পাকিস্তান
ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল পাকিস্তান। ছবি: সংগৃহীত

ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে দেশটির জনগণ ও সরকারের প্রতি পাকিস্তান সমর্থন পুনর্ব্যক্ত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে আলাপে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তার দেশের সমর্থনের কথা জানান। 

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেন, পাকিস্তান সবসময় ইরানি জনগণ ও সরকারের পাশে রয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান। 

বিজ্ঞাপন

তিনি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীকে ইরানের জনগণের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা সম্পর্কে অবহিত করেন, যেখানে টার্গেট করা হয়েছে জনসাধারণের অবকাঠামো, পারমাণবিক স্থাপনা, আবাসিক এলাকা, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র এবং রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রকে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইরানের বিরুদ্ধে ইসরায়েলের নির্লজ্জ আগ্রাসনের নিন্দা জানানো এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া- আগ্রাসন বন্ধ করা এবং দোষীদের জবাবদিহির আওতায় আনা।

তারা আরও আলোচনা করেন- কীভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা এবং কাঠামোর ক্ষমতা কাজে লাগিয়ে ইসরায়েলের বিপজ্জনক আগ্রাসন ও যুদ্ধবাজ নীতির মোকাবিলা করা যায়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৩ জুন ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক লক্ষ্যবস্তুর ওপর দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানীসহ বহু সাধারণ নাগরিক নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে তেল শোধনাগার-বন্দরসহ দেশটির অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission