আরটিভিতে বিভিন্ন পদে নিয়োগ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ , ০১:৫২ পিএম


আরটিভিতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি। একাধিক পদে জনবল নেবে টেলিভিশনটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ২৫ জানুয়ারি ২০২৩ এর মধ্যে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

পদের নাম : প্রোডাকশন এক্সিকিউটিভ।

পদ সংখ্যা : ৩টি।

বিজ্ঞাপন

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়নে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা : বাংলা ও ইংরেজি ভাষার বানান ও উচ্চারণবিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি লিখতে পারা বাধ্যতামূলক এবং ডিজিটাল কনটেন্ট তৈরির অভিজ্ঞতা ও আগ্রহ থাকতে হবে।

বয়স : ৩২ বছর (সর্বোচ্চ)।

বিজ্ঞাপন

পদের নাম : কনটেন্ট ক্রিয়েটর।

পদ সংখ্যা : ৩টি।

শিক্ষাগত যোগ্যতা : গণযোগাযোগ ও সাংবাদিকতা, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়নে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা : কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সোশ্যাল মিডিয়া পলিসি ও প্রযুক্তি সম্পর্কে সম্যক জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে। ভিডিও এডিটিং, ফটোশপ সম্পর্কে ধারণা ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া, সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ ও বিনোদনবিষয়ক খবরাখবর সম্পর্কে ধারণা থাকতে হবে।

বয়স : ৩২ বছর (সর্বোচ্চ)।

পদের নাম : নিউজরুম এডিটর (ন্যাশনাল ডেস্ক)।

পদ সংখ্যা : ৪টি।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা : ইলেক্ট্রনিক মিডিয়ায় ২ বছর অথবা, প্রিন্ট-অনলাইন মিডিয়ায় ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দেশের প্রতিটি জেলা ও অঞ্চলের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বাংলা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। সোশ্যাল মিডিয়া সম্পর্কে আগ্রহ থাকতে হবে এবং কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক।

বয়স : ৩২ বছর (সর্বোচ্চ)।

পদের নাম : নিউজরুম এডিটর (টিকার)।

পদ সংখ্যা : ৩টি।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা : ইলেক্ট্রনিক মিডিয়ায় ২ বছর অথবা, প্রিন্ট-অনলাইন মিডিয়ায় ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা বানানরীতি সম্পর্কে বিস্তর জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক।

বয়স : ৩২ বছর (সর্বোচ্চ)।

পদের নাম : নিউজরুম এডিটর (ইন্টারন্যাশনাল)।

পদ সংখ্যা : ৩টি।

শিক্ষাগত যোগ্যতা : গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা : ইলেক্ট্রনিক মিডিয়ায় ২ বছর অথবা প্রিন্ট-অনলাইন মিডিয়ায় ৩ বছর কাজের অভিজ্ঞতা। বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি এবং ঘটনাপ্রবাহ সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে সংবাদ সংগ্রহ, লেখা, সম্পাদনা, অনুবাদ এবং বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণে পারদর্শী এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। সোশ্যাল মিডিয়া সম্পর্কে জ্ঞান ও আগ্রহ থাকতে হবে এবং কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক।

বয়স : ৩২ বছর (সর্বোচ্চ)।

পদের নাম : বিজনেস রিপোর্টার।

পদ সংখ্যা : ৩টি।

শিক্ষাগত যোগ্যতা : গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি, বাণিজ্যে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা : ইলেক্ট্রনিক অথবা প্রিন্ট-অনলাইন মিডিয়ায় ৩ বছর সংশ্লিষ্ট বিটে কাজের অভিজ্ঞতা। দেশীয় ও বৈশ্বিক অর্থনীতি সম্পর্কিত তথ্যানুসন্ধান, গবেষণা ও বিশ্লেষণে দক্ষতা। বাংলা ও ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শী হতে হবে।

বয়স : ৩২ বছর (সর্বোচ্চ)।

পদের নাম : স্পোর্টস রিপোর্টার।

পদ সংখ্যা : ২টি।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে।

অভিজ্ঞতা : ইলেক্ট্রনিক মিডিয়ায় ২ বছর অথবা প্রিন্ট মিডিয়ায় ৩ বছর সংশ্লিষ্ট বিটে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রীড়াবিষয়ক সংবাদ সংগ্রহ, লেখা, সম্পাদনা, অনুবাদ এবং বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণে পারদর্শী এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। সোশ্যাল মিডিয়া সম্পর্কে জ্ঞান ও আগ্রহ থাকতে হবে এবং কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শী হতে হবে।

বয়স : ৩২ বছর (সর্বোচ্চ)।

পদের নাম : সিটি রিপোর্টার (বাড্ডা ও গাবতলী অঞ্চল)।

পদ সংখ্যা : ১+১= ২টি।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে।

অভিজ্ঞতা : ইলেক্ট্রনিক মিডিয়ায় ১ বছর, অথবা প্রিন্ট কিংবা অনলাইন মিডিয়ায় ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যামেরা পরিচালনায় পারদর্শী হতে হবে। ভিডিও এডিটিংয়ের জ্ঞান থাকতে হবে। নিজস্ব মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণে পারদর্শী এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। সোশ্যাল মিডিয়া সম্পর্কে জ্ঞান ও আগ্রহ থাকতে হবে। কম্পিউটারে বাংলা লেখায় পারদর্শী হতে হবে।

বয়স : ৩২ বছর (সর্বোচ্চ)।

সব পদের কর্মস্থল : ঢাকা।

বেতন ও সুযোগ-সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

আরটিভি, বিএসইসি ভবন, লেভেল-৬

১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার ঢাকা-১২১৫।

সিভি পাঠানোর ঠিকানা : [email protected]

(বি. দ্র: আবেদনপত্রে এবং খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে)

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission