• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিমানবাহিনীতে নিয়োগ, আবেদন করতে পারবেন বিবাহিতরাও

আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:১১
চাকরি
ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীতে লজিস্টিক, অ্যাডমিন (সিভিল ইঞ্জিনিয়ারিং), এটিসি/মিটিওরলজি, এডিডব্লিউসি, লিগ্যাল শাখায় স্বল্পমেয়াদী (DE 2024B) এবং শিক্ষা (ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন ও সাইকোলজি) শাখায় বিশেষ স্বল্পমেয়াদি কমিশন (SPSSC 2024B) কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

যা যা প্রয়োজন-

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ বিমানবাহিনী

কোর্সের নাম : লজিস্টিক, অ্যাডমিন (সিভিল ইঞ্জিনিয়ারিং), এটিসি/মিটিওরলজি, এডিডব্লিউসি, লিগ্যাল শাখায় স্বল্পমেয়াদি (DE 2024B) এবং শিক্ষা (ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন ও সাইকোলজি) শাখায় বিশেষ স্বল্পমেয়াদি কমিশন (SPSSC 2024B) কোর্স।

পদের নাম : অফিসার ক্যাডেট

শিক্ষাগত যোগ্যতা : বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন করুন বিবাহিতরাও

বয়স : ২৪ জুন ২০২৪ তারিখে ২০-৩০ বছর (DE 2024B কোর্সের প্রার্থীদের জন্য) এবং ২১-৩৫ বছর (SPSSC 2024B কোর্সের প্রার্থীদের জন্য)

বৈবাহিক অবস্থা : অবিবাহিত/বিবাহিত

শারীরিক যোগ্যতা :

  • পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি
  • নারীর ক্ষেত্রে কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।

ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী-

  • চোখের মাপ ৬ বাই ৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন

চাকরির ধরন : স্থায়ী

প্রার্থীর ধরন : নারী-পুরুষ

বেতন : প্রশিক্ষণকালীন ১০,০০০ টাকা (প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন)

আবেদনের নিয়ম : আগ্রহীরা joinairforce.baf.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি : ১০০০ টাকা

সম্ভাব্য যোগদানের তারিখ : ২৪ জুন ২০২৪

আবেদন শুরু : ২৮ জানুয়ারি ২০২৪

আবেদন শেষ : ৩০ মার্চ ২০২৪

পরীক্ষার তারিখ ও সময় : ২৫ ও ২৮ ফেব্রুয়ারি ২০২৪ এবং ০৩, ০৬, ১৮, ১৯, ২৭ ও ৩১ মার্চ ২০২৪ তারিখ সকাল ৮টা

পরীক্ষার স্থান : বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
অবশেষে মুখ খুললেন ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন তুষ্টি
ফেনীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিমানবাহিনী প্রধান
বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, ৩৫ বছরেও করতে পারবেন আবেদন