• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা পরিস্থিতিতে চাকরি চলে গেলে কী করবেন?

অনলাইন ডেস্ক
  ১৭ এপ্রিল ২০২০, ২২:৩৬
করোনা পরিস্থিতিতে চাকরি চলে গেলে কী করবেন?

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈশ্বিক অর্থনীতি। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বে প্রায় দেশ ও অঞ্চলে চলছে লকডাউন। ফলে দেশের অর্থনীতি দিনদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে এক দুঃসময়ে দাঁড়িয়ে আছি আমরা। এদিকে, চাকরি হারানোর আশঙ্কা তো রয়েছেই।

তাই ভেঙে না পড়ে এখনই নিজেকে প্রস্তুত করতে হবে। যাতে চাকরি হারানোর ক্ষতি তা সামলানো যায়। হতাশায় ডুবে যাওয়াটা কোনও কাজের কথা নয়। কে জানে, হয়তো এই চাকরি চলে যাওয়াতেই আপনার জীবনে নতুন কোনও সম্ভাবনার দরজা খুলে গেছে। হয়তো এক জায়গার ব্যর্থতাই আপনাকে একসময় পৌঁছে দেবে সাফল্যের চূড়ায়। তবে তার জন্য নিজেরও কিছু কসরত করতে হবে।

১. নিজের জরুরি ফান্ড তৈরি করে রাখতে হবে। অন্তত ৩ মাসের বেতনের টাকা সে ফান্ডে রাখতে হবে। যাতে নতুন চাকরি খুঁজতে কিছুটা সময় পাওয়া যায়।

২. কোম্পানির স্বাস্থ্যবীমা ছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্যবীমা করে রাখুন। তা না হলে চাকরি চলে যাওয়ার পর পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য খরচ করতে অসুবিধা হবে।