• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চলমান সরকারি চাকরির আবেদনের সময়সীমা বৃদ্ধি

জব ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মে ২০২০, ১৩:৩১
চলমান সরকারি চাকরির আবেদনের সময়সীমা বৃদ্ধি
ফাইল ছবি

সরকারি কয়েকটি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়সীমা বেড়েছে।

১। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

পদসংখ্যা: ১৪ ক্যাটাগরিতে ১৯০১টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা: ২০ মে ২০২০ ইং।

পদের নাম ও পদসংখ্যা:

ক. অডিটর—৫৩৮টি পদ

খ. জুনিয়র অডিটর—৪৫৭টি পদ

গ. অফিস সহায়ক—২৫৫টি পদ

ঘ. কম্পিউটার মুদ্রাক্ষরিক—৫৪৪টি পদ — ইত্যাদি পদ।

আবেদন ফি: ১১২ টাকা, ৫৬ টাকা।

অনলাইনে আবেদন: http://cga.teletalk.com.bd/apply.php

২। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়

পদের নাম ও পদসংখ্যা: সিনিয়র স্টাফ নার্স, ২৫৫০টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা: ১৭ মে ২০২০ ইং।

অনলাইনে আবেদন: http://bpsc.teletalk.com.bd/ncad/home.php

নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোডের শর্ট লিংক: shorturl.at/gqrxy

৩। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পদের নাম ও পদসংখ্যা

ক. সহকারী প্রসিকিউটর—৪৫টি পদ

খ. অফিস সহায়ক—৫৫টি পদ

আবেদন ফি: ১১২ টাকা, ৫৬ টাকা।

আবেদনের বর্ধিত সময়সীমা: ১০ মে ২০২০ ইং।

অনলাইনে আবেদন: http://dnc.teletalk.com.bd

বিস্তারিত: http://dnc.teletalk.com.bd/doc/Advertisement_DNC.pdf

৪। বন সংরক্ষকের দপ্তর, বগুড়া

পদসমূহ: ৩ ক্যাটাগরির ১২টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা: অফিস খোলার পরে ১৫ কর্মদিবস পর্যন্ত।

বিস্তারিত: http://www.bforest.gov.bd/site/view/notices

এস

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, নেবে একাধিক লোকবল
অষ্টম শ্রেণি পাসেই ব্র্যাকে চাকরির সুযোগ
এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন করবেন যেভাবে
সাপ্তাহিক ২ দিন ছুটিসহ চাকরি, লাগবে না অভিজ্ঞতা
X
Fresh