ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ঈদযাত্রায় যেসব স্বাস্থ্য সমস্যা, করণীয়

আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ , ০৮:৩৯ এএম


loading/img

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছে নগরবাসী। প্রচণ্ড গরমে সড়ক, রেল ও নৌপথে দীর্ঘ যাত্রায় অনেকে হয়ে পড়েন অসুস্থ। এ সময় মাথা ঘোরানো ও বমির সমস্যা সবচেয়ে বেশি হয়। চিকিৎসা পরিভাষায় যাকে বলে ‘মোশন সিকনেস’। গরমে শরীরের তাপমাত্রা বেড়ে হিট স্ট্রোকও হতে পারে। আবার দীর্ঘ সময় গাড়িতে থাকায় কোমর ও ঘাড়ের সমস্যা হতে পারে।

বিজ্ঞাপন

মোশন সিকনেস
বাসে বা গাড়িতে যাত্রার সময় অন্তঃকর্ণের সমস্যার জন্য অনেকেরই মাথা ঘোরা, বমি বমি ভাব, কখনো কখনো বমিও হয়। বিশেষ করে শিশুরা মোশন সিকনেসের জন্য যাত্রাপথে কাহিল হয়ে পড়ে। যাঁদের এই প্রবণতা আছে, তাঁরা কিছু সতর্কতা অবলম্বন করবেন।

  • যাতায়াতের দুই ঘণ্টা আগে হালকা খাওয়াদাওয়া করুন। তারপর পানি ছাড়া আর তেমন কোনো ভারী খাবার গ্রহণ করবেন না।
  • নন-এসি বাহনে যাতায়াত করুন, যাতে বাতাস চলাচল করে।
  • জানালার পাশের সিটে বসুন। জানালা দিয়ে দূরে তাকিয়ে থাকুন।
  • যাত্রাপথে বই পড়া অথবা মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকা থেকে বিরত থাকুন।
  • প্রয়োজনীয় ক্ষেত্রে যাত্রার আধা ঘণ্টা আগে ডমপেরিডন, প্রোমেথাজিন অথবা হায়োসিন-জাতীয় ওষুধ সেবন করতে পারেন।

হিট স্ট্রোক
প্রচণ্ড গরমে মানবদেহের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে গেলে মানুষের রক্তচাপ কমে যায়, অবসন্ন লাগে, মাথা ঘোরে, অনেকে অজ্ঞানও হয়ে যান—একে বলে হিট স্ট্রোক।

হিট স্ট্রোক প্রতিরোধে পানিশূন্যতা যেন না হয়, সেদিকে নজর রাখুন; যাতায়াতের সময় বেশি বেশি পানি পান করুন। ঢিলেঢালা, হালকা রঙের পোশাক পরুন। চোখে-মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। প্রচণ্ড রোদে হাঁটাচলার সময় ছাতা ব্যবহার করুন।

image

বিজ্ঞাপন

কোমর ও ঘাড়ের ব্যথা
দীর্ঘ সময় যাত্রায় ঝাঁকুনি অথবা যাত্রাপথে ঘুমিয়ে যাওয়ার কারণে অনেক সময় দীর্ঘমেয়াদি কোমর অথবা ঘাড়ব্যথা হয়। এমন সমস্যা প্রতিরোধে—

বিজ্ঞাপন

  • বাসের চাকার ওপরের সিট অথবা খুব বেশি পেছনের সিট পরিহার করুন।
  • যাত্রাপথে ঘুমাবেন না। ঘুমালে বেকায়দা দেহভঙ্গির জন্য ঘাড়ব্যথা হতে পারে।
  • দীর্ঘ যাত্রায় বিরতির সময় নেমে একটু হাঁটাহাঁটি করুন।
  • ঘাড়ের সমস্যার জন্য যাত্রাপথে ‘নেক পিলো’ ও কোমরের সমস্যার জন্য কোমরের বেল্ট বা লাম্বার করসেট ব্যবহার করতে পারেন।
  • দীর্ঘ যাত্রায় বসে থাকার কারণে পায়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। এ জন্য আসনে বসেই পায়ের ব্যায়াম করুন।
  • বসে থাকার কারণে অনেকের পা একটু ফুলে যায়। তাই খুব আঁটসাঁট জুতা পরবেন না। আরামদায়ক নরম স্যান্ডেল বা জুতা পরবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |