ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বায়ুদূষণ কমাতে পারে শিশুর মানসিক বিকাশ : গবেষণা

আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জুন ২০২২ , ০৭:১৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বায়ুদূষণ যত বাড়বে, ততই কমবে মস্তিষ্কের বৃদ্ধি। বিশেষ করে সদ্যোজাতরা যদি দূষিত আবহাওয়ায় বেশি সময়ে কাটায়, তাদের উপর প্রভাব বেশি পড়ে। এমনই দাবি করছে হল ‘বার্সেলোনা ইনস্টিটিউট অব গ্লোবাল হেলথ’। বার্সেলোনার গবেষণাগারে কিছু দিন ধরেই দূষণ নিয়ে চলছিল গবেষণা।

বিজ্ঞাপন

শিশুদের বিকাশে দূষণের প্রভাব কেমন, তা নিয়েই মূল পরীক্ষা চালানো হচ্ছিল। সেখানেই এক দল গবেষক দাবি করেন, শব্দদূষণের প্রভাব যত কঠিন, তার চেয়ে অনেক বেশি প্রকট বায়ুদূষণের প্রভাব। শিশুদের মানসিক এবং মস্তিষ্কের বিকাশ অনেকটাই কমতে থাকে বায়ুদূষণে।

কিছু দিন ধরেই সেখানকার গবেষকরা পরীক্ষা করে দেখছেন, শিশুদের উপর শব্দ এবং বায়ুদূষণের প্রভাব অনেক বেশি। এবার দেখা গেল, বায়ুদূষণের প্রভাবে সাধারণ বোধ যেমন কমতে থাকে, তেমনই কমে বিপাক হার।

বিজ্ঞাপন

ফলে ওই বিজ্ঞানীদের মতে, শিশুদের যথা সম্ভব দূষণ থেকে দূরে রাখতে হবে। যতই এ দেশে বাড়ছে বায়ুদূষণ, ততই প্রাসঙ্গিক হয়ে উঠছে এ ধরনের গবেষণার প্রভাব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |