ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

যেভাবে কাজে আসবে বাতিল সাবান

আরটিভি নিউজ

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ , ০৩:২৭ পিএম


loading/img

সাবান ব্যবহার করতে করতে পাতলা হয়ে গেলে বেশিরভাগ সময়ই তা ফেলে দেওয়া হয়। কিন্তু যদি জানেন যে ফেলে দেওয়া ওই সবানগুলো দিয়েই বানিয়ে ফেলতে পারবেন একটি বড় সাবান তাহলে নিশ্চই আর সাবান ফেলবেন না। তাহলে এখনি বাতিল সাবন দিয়ে বানিয়ে নিন একটি নতুন সাবান।  

বিজ্ঞাপন

কিভাবে বাতিল সাবান কাজে লাগাবেন জেনে নিন-

ত্বকে ব্যবহারের সাবান

বিজ্ঞাপন

প্রথমে একটি স্টিলের পাত্রে ৮ থেকে ১০ টুকরা বাতিল সাবান নিন। এবার চুলায় একটি বড় পাত্রে পানি গরম দিন। পানি ফুটে উঠলে সাবানসহ স্টিলের পাত্রটি পানির ওপরে দিয়ে দিন। সবান গলে গেলে ওয়ান টাইম ব্যবহারের কাপ বা গ্লাসে ঢেলে দিন। মিশ্রণটির সঙ্গে গ্লিসারিন ও ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে কয়েকবার ঝাঁকি দিয়ে মসৃণ করে নিন। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে গ্লাস থেকে বের করে নিন নিজের বানানো সাবান। 

কাপড় ধোয়ার সাবান

ত্বকে ব্যবহারের সাবান তৈরীর পদ্ধতি অনুযায়ী একইভাবে কাপড় ধোয়ার সাবানও বানিয়ে নিতে পারেন। এ ছাড়াও কাপড় ধোয়ার ডিটারজেন্টের বিকল্প হিসেবে সাবান শুকিয়ে গুঁড়া করে শুকিয়ে নিতে পারেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |