ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

চুলকে প্রাণবন্ত করুন ঢেঁড়সের কন্ডিশনারে  

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ , ১১:১৪ এএম


loading/img
ছবি : সংগৃহীত

প্রতিদিনের ধুলো বালিতে চুল ভালো রাখাটা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। সময়ের অভাবে ঠিকভাবে যত্ন নেওয়ারও সময় মেলে না। এ ধরনের পরিস্থিতিতে যদি কোনো অনুষ্ঠানে যাওয়ার প্রয়োজন হয় তখন চুলকে কিভাবে ঠিক করবেন তা অনেকেই ভেবে পান না। হাতে পার্লারে যাওয়ার সময়ও নেই এদিকে অনুষ্ঠানেও যেতে হবে, কি করবেন ভেবে পাচ্ছেন না।  ঢেঁড়স দিয়ে কন্ডিশনার বানিয়েই চুলকে করে নিন উজ্বল, ঝলমলে, কোমল। 

বিজ্ঞাপন

ঢেঁড়স দিয়ে কন্ডিশনার তৈরি করার নিয়ম জেনে নিন-

প্রথমে ২৫০ গ্রাম ঢেঁড়স লম্বা করে কেটে পাত্রে নিন। এর সঙ্গে মেশান এক কাপ পানি। তারপর এটি চুলায় হালকা আঁচে বসিয়ে দিন। যখন ঢেঁড়সের রস বের হয়ে এসে পুরো পানিটাকে পিচ্ছিল করে দেবে তখন চুলা বন্ধ করে দিন। এবার ঢেঁড়সের টুকরোগুলো তুলে ফেলে দিন। ঢেঁড়সের এই রসই কন্ডিশনার হিসেবে ব্যবহার করবেন।

বিজ্ঞাপন

ঠান্ডা করে পুরো চুলে লাগিয়ে আধাঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এই কন্ডিশনার চুলকে ময়েশ্চারাইজ করে ড্যামেজ সারাবে। আর চুল শুকানোর পর চুলে পাবেন বাউন্স আর স্মুথ ভাব। চাইলে একটু বেশি করে তৈরি করে এই কন্ডিশনার সংরক্ষণও করতে পারেন।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |