চারপাশের ধুলো, ধোঁয়ায় দূষণের পরিমাণ এত বেশি থাকে যে চুল ক্রমশ খারাপ হতে থাকে। তাই এক বা দুইদিন পরপরই চুলে শ্যাম্পু করতে হয়। আর বাজারের শ্যাম্পুতে মিশে থাকে রাসায়নিক নানা উপাদান যা দিয়ে বারবার চুল পরিষ্কার করলে চুলে বেহাল হয়ে যায়। এমন অবস্থায় বিকল্প উপায় হিসেবে ঘরোয়া কিছু দিয়ে চুল পরিষ্কার করা গেলে ক্ষতির হাত থেকে বাঁচানো যাবে। যা ব্যবহারে শ্যাম্পুর মতোই সুফল পাবেন।
শ্যাম্পুর বিকল্প উপায়গুলো-
লেবুর রস- অনেক সময় চুলে শ্যাম্পু করতে গিয়ে দেখা যায় শ্যাম্পুর বোতল ফাঁকা। তাহলে শ্যাম্পু করবেন কীভাবে, চিন্তার কোনো কারণ নেই। ঘরে দেখুন পাতিলেবু খুঁজে পান কিনা। শ্যাম্পুর বিকল্প হিসেবে লেবু বেশ কার্যকর। এ ছাড়াও খুশকি দূর করতেও লেবুর রস দারুন উপকারী। কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে তারপর ব্যবহার করুন। শ্যাম্পুর মতোই কাজ করবে লেবুর রস।
আপেল সিডার ভিনেগার- মেদ ঝরানোর পাশাপাশি চুল পরিষ্কার রাখতে আপেল সিডার ভিনেগার বেশ ভালো কাজ করে। ভিনেগার মাথার ত্বকের ময়লা, মৃত কোষ দূর করতে সাহায্য করে। খুশকির সমস্যাও দূর করতে এই ভিনেগারের সুফল রয়েছে।
অ্যালোভেরা- অ্যালোভেরা রুপচর্চা থেকে শুরু করে চুলের যত্নে দারুন কাজ করে। অ্যালোভেরার রয়েছে অনেক গুণাগুণ। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান চুলের যত্ন নেয়। এ ছাড়াও মাথার ত্বকে জমে থাকা তেল, র্যাশ, ব্রণের সমস্যা থেকে মুক্তি দেয় এই ভেষজ। শ্যাম্পুর বিকল্প হিসেবে নিশ্চিন্তে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন।