ঈদে ঘর রাঙাবেন যেভাবে

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ , ০৩:১১ পিএম


ঘর সাজাবেন যেভাবে

আর মাত্র কয়েকদিন পরেই ঈদ। রমজানের শেষের দিকে এবার ঘর সাজানো-গোছানোর পালা। যেহেতু ঈদের দিনটি কাছাকাছি চলে এসেছে, তাই এখন ঘরের রূপ পাল্টে ফেললে মন্দ হয় না। এখন যেহেতু গরমকাল, তাই ঘরে সামার লুক দিলে অন্দরমহলে নিজেকে বন্দি মনে হবে না। ঘরের যেদিকেই তাকাবেন সেদিকেই যেন প্রশান্তি মেলে-ঠিক এমনভাবেই সাজাতে হবে আপনার প্রিয় ঘরটি। 

বিজ্ঞাপন

জেনে নিন ঈদে ঘর সাজাবেন যেভাবে-

  • যেহেতু এখন গরম, তাই ঘরের পরিবেশ ঠান্ডা রাখতে ইনডোর গাছ রাখতে পারেন। এতে পুরো ঘরের সৌন্দর্যই পাল্টে যাবে। ইনডোর প্ল্যান্টগুলো ঘরের বিভিন্ন কোনায় সাজিয়ে রাখুন। ঘরে ইনডোর প্ল্যান্টের কারণে যেমন সবুজ পরিবেশ পাবেন, ঠিক তেমনি চোখও জুড়াবে সবুজের ছোঁয়ায়।
  • আমাদের দেশে এখন বিভিন্ন অনলাইন শপে খুব সুন্দর সুন্দর 3D ওয়াল স্টিকার পাওয়া যায়। কিচেন, ডাইনিং, ড্রয়িং, বেডরুম এমনকি বাথরুমের জন্য আলাদা আলাদা অনেক ডিজাইনের স্টিকার আছে যেগুলো লাগালে ঘরে খুব সহজেই ভিন্নমাত্রা যোগ হয়। অল্প খরচে সুন্দর স্টিকার-এর মাধ্যমে আপনার ঘরে আনতে পারেন ঈদের আমেজ।
  • চাইলে ঘরের রং বদলে ফেলতে পারেন। এজন্য হালকা রংকে প্রাধান্য দিন। আপনার ঘরের রং যদি সাদা হয়, তাহলে তো খুবই ভালো। সাদা রং মনে প্রশান্তিভাব আনে। তবে দেওয়াল সাদামাটা হলে, সেখানে মেঝেতে একটি রঙিন কার্পেট বিছিয়ে দিতে পারেন।
  • আপনার ঘর যদি একেবারেই সাদামাটা হয়ে থাকে, তাহলে দেওয়াল রঙিন করে তুলুন। গরমে ক্লান্ত শরীর ও মন এমন রঙিন দেওয়াল দেখলে মুহূর্তেই ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে ঘরের ফার্নিচার কম রাখাই ভালো।
  • ঘরের পর্দাও এই সুযোগে পাল্টে ফেলুন। খুব মোটা কাপড়ের পর্দা ব্যবহার করবেন না। বাড়ির দেওয়ালের রং হালকা করলে পর্দা একটু রঙিন রাখার চেষ্টা করুন।
  • ঘরের বিভিন্ন স্থানে আলোকসজ্জা রাখতে পারেন। এতে ঘরের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। ল্যাম্প শেড, তারা বা মরিচ বাতিগুলো রাখতে পারেন।
  • সোফা পরিষ্কার করে কুশন পাল্টে ফেলুন ঈদের আগে। বিছানার চাদরও বদলে ফেলুন। পুরো ঘর আবার নতুন রূপে সাজিয়ে তুলুন।
  • দরজার সামনে বা বারান্দায় টুং টাং উইন্ড চাউম লাগাতে পারেন। এতে বাতাসে টুং টাং শব্দ হলে দেখবেন মন বেশ ফুরফুরে লাগবে। এতে ঘরের সৌন্দর্যও বাড়বে।
  • আপনার ঘরের বারান্দা যদি বড় হয়, তাহলে একটি দোলনা ঝুলিয়ে দিতে পারেন। এ ছাড়াও বারান্দায় বেশ কিছু গাছ ও মেঝেতে আর্টিফিশিয়াল ঘাস কার্পেটগুলো ব্যবহার করতে পারেন।
  • বাসার কোনায়, শু-র‍্যাকের ওপরে, বেসিনের ওপরে ছোট একটা দুইটা শো-পিস আপনার বাসার চেহারা পাল্টে দিতে পারে। বড় অ্যাকুরিয়াম যদি দেখাশোনা করতে ঝামেলা হয়, তাহলে ছোট গ্লাসের জারে একটা দুইটা মাছ রাখতে পারেন।
  • অথবা সুন্দর কোনো জারে একটু পানি দিয়ে ভাসিয়ে রাখতে পারেন কৃত্রিম পদ্মফুল। সম্পূর্ণ নতুন এক মাত্রা যোগ করবে আপনার সাধারণ বাসাটিতে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission