যে ৩ রোগে আক্রান্ত হয়ে বেশি মারা যান পুরুষরা

আরটিভি নিউজ

শনিবার, ১৭ মে ২০২৫ , ০৬:৩০ পিএম


পুরুষেরা তিনটি রোগে বেশি আক্রান্ত
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে নারীদের চেয়ে পুরুষেরা তিনটি রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। সেই সাথে এসব রোগে আক্রান্ত হয়ে বেশি মারাও যাচ্ছেন পুরুষরা দাবি গবেষকদের।

বিজ্ঞাপন

পুরুষরা ধূমপান বেশি করে ফলে তাদের শরীরে নানা রোগ বাসা বাধে। গবেষকেরা দাবি করেছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ ইথিওপিয়া, ইকুয়েডরে পুরুষেরা ডায়াবিটিসে বেশি আক্রান্ত হচ্ছেন। ৩৯টি দেশের পুরুষদের ওপর সমীক্ষা চালিয়ে গবেষকেরা দেখেছেন, ৩০ বছরের পর থেকে পুরুষদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। বেশির ভাগই প্রি-ডায়াবেটিক এবং যাদের ডায়াবেটিস ধরা পড়েছে। অত্যধিক নেশা করা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দিনভর বসে কাজ, ব্যায়াম না করা এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা না করানোর কারণে রোগ ধরা পড়ছে দেরিতে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ‘প্লস’ মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের একটি সমীক্ষার রিপোর্ট থেকে জানা যায়, নতুন গবেষণাটির জন্য ১৩১টি দেশের নারী ও পুরুষদের মধ্যে সমীক্ষা চালানো হয়। 

বিজ্ঞাপন

এরপর গবেষণায় দেখা যায়, অত্যধিক নেশা করা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দিনভর বসে কাজ করা, কম শারীরিক কসরত এবং নিয়ম মেনে স্বাস্থ্যপরীক্ষা না করানোর কারণে তিন রোগে আক্রান্ত হচ্ছেন পুরুষরা। এ তিন রোগ হলো ডায়াবেটিস, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ ও এইডস। রোগগুলোর কারণ হিসেবে গবেষকরা বলছেন, ধূমপান ও মদ্যপানের কারণে নারীদের তুলনায় পুরুষরা ডায়াবেটিস ও হাইপারটেনশন বা উচ্চরক্তচাপে বেশি আক্রান্ত।


 
গবেষণায় আরও বলা হয়, কমবয়সী নারীদের তুলনায় পুরুষরাই এইচআইভিতে বেশি আক্রান্ত হচ্ছেন। এর জন্য পুরুষের একাধিক যৌনসঙ্গী ও নিষিদ্ধ যৌন জীবনকে দায়ী করছেন গবেষকরা। এসব কারণে নারীদের তুলনায় পুরুষরা হার্ট অ্যাটাক, স্ট্রোক ও এইডসের ঝুঁকিতে বেশি রয়েছেন বলে সিদ্ধান্তে পৌঁছান গবেষকরা। পরিসংখ্যান বলছে, এ তিন রোগে ভুগে মৃত্যুর দিকে ঢলে পড়ার সংখ্যাও নারীর তুলনায় পুরুষের বেশি। 

বিশেষজ্ঞরা বলছেন, ধুমপান ও মদ্যপান থেকে বিরত থাকার পাশাপাশি সুরক্ষিত যৌনজীবন ও সচেতনতাই পারে এ তিন রোগ থেকে পুরুষদের সুরক্ষিত রাখতে।  

বিজ্ঞাপন

ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, চিলি, ইতালিসহ ৭৬টি দেশের পুরুষ ও মহিলার ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, নারীদের চেয়ে পুরুষরাই বেশি এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন। অনিরাপদ যৌনজীবন, একাধিক সঙ্গী থাকা, এইডস নিয়ে সচেতনতার না থাকার কারণে এ রোগে আক্রান্ত হচ্ছে বেশি। আক্রান্তদের মধ্যে কমবয়সীদের সংখ্যাই বেশি।

বিজ্ঞাপন

হাইপারটেনশনের রোগীর সংখ্যা এশিয়ার দেশগুলোতে বেশি। এর মধ্যে এগিয়ে ভারত। এ দেশে প্রায় ৫০ শতাংশ পুরুষ উচ্চ রক্তচাপে ভুগে। নারীদের ক্ষেত্রে এই সংখ্যা ৩৬ শতাংশের কাছাকাছি। 

জাতীয় পরিবারিক স্বাস্থ্য সমীক্ষার সাম্প্রতিক প্রকাশিত ফলাফল অনুযায়ী, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কমবয়সিরাও ভুগছেন এই সমস্যায়। ২০ থেকে ৩০ বছর বয়সি ছেলেদের প্রতি ১০ জনের এক জন আক্রান্ত উচ্চ রক্তচাপের সমস্যায়। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission