ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মাছির উপদ্রব থেকে রান্নাঘর সুরক্ষিত রাখার কার্যকর উপায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ১২:৪৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্ষায় বৃষ্টির সঙ্গে সঙ্গে বাড়ে মাছি-মশার উপদ্রব, যা রান্নাঘরকে করে তোলে সংক্রমণের হটস্পট। এ সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন নিচের সহজ টিপসগুলো:

বিজ্ঞাপন

রান্নাঘর সবসময় পরিষ্কার রাখুন  
   - ফল-সবজির খোসা, মাছ-মাংসের টুকরা বা ভাতের অবশিষ্ট খাবার ফেলে দিন ঢাকনাযুক্ত ডাস্টবিনে।  
   - প্রতিদিন ডাস্টবিন পরিষ্কার করুন এবং বাইরে ফেলে দিন।

খাবার ঢেকে রাখুন  
   - রান্না বা কাটা খাবার সব সময় ঢেকে রাখুন।  
   - শুকনো খাবার বায়ুরোধী কৌটায় রাখুন।  
   - ফল ও সবজি খোলা জায়গায় না রেখে ফ্রিজে সংরক্ষণ করুন বা ঢেকে রাখুন।

বিজ্ঞাপন

পানি জমতে দেবেন না  
   - রান্নাঘরের সিংকে বা আশপাশে পানি জমে থাকলে মাছি-মশার জন্ম হয়।  
   - সময়মতো পানি পরিষ্কার করুন এবং ড্রেনেজ নিশ্চিত করুন।

ভিনেগার দিয়ে পরিষ্কার করুন  
   - ১:১ অনুপাতে পানি ও ভিনেগার মিশিয়ে স্প্রে করে রান্নাঘরের বিভিন্ন জায়গা মুছে ফেলুন।  
   - এতে দুর্গন্ধ ও জীবাণু কমে যাবে।

ফ্লাই ট্র্যাপ ব্যবহার করুন  
   - বাজারে পাওয়া ফ্লাই ট্র্যাপ বা ফ্লাই পেপার ব্যবহার করতে পারেন মাছি ধরার জন্য।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এই নিয়মগুলো মেনে চললে বর্ষায়ও রান্নাঘর থাকবে পরিষ্কার, জীবাণুমুক্ত ও মাছি-মুক্ত।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |