• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঘরোয়া উপায়ে দূর করুন ত্বকের ব্ল্যাকহেডস

অনলাইন ডেস্ক
  ১২ মে ২০২০, ২৩:০০
ঘরোয়া উপায়ে দূর করুন ত্বকের ব্ল্যাকহেডস
প্রতিকী ছবি

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে হয়তো ঘর থেকে বের হচ্ছেন না। আর বন্ধ রয়েছে পার্লারগুলোও। তাই ত্বকের যত্ন নিতে পারেন ঘর বসেই। মাঝে দীর্ঘ সময় ত্বকের যত্ন না নিলে ব্ল্যাকহেডস দেখা দেয়। তৈলাক্ত ত্বকে নাক, গাল ও থুতনিতে এ সমস্যা বেশি দেয়া দেয়।

তবে ঘরোয়া উপায়ে কয়েকটি উপাদান ব্যবহার করে ব্ল্যাকহেডস দূর করা যায়।

স্ক্রাবার বানাতে যা যা লাগবে

একটি কলা পেস্ট করে নেয়া, দুই টেবিল চামচ ওটসের গুঁড়ো ও ১ টেবিল চামচ মধু।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে গুঁড়ো করা ওটস কলা ও মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখের সব জায়গায় সমানভাবে মেখে নিন। এবার গোলাকারভাবে ৫ থেকে ৭ মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন। সবশেষে উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এর পর হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

সপ্তাহে দুবার এই প্যাক ব্যবহার করতে পারেন। এতে মৃতকোষ এবং ময়লা দূর করে ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।

সূত্র: এনডিটিভি

এস

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাউয়ের খোসায় ত্বকের উজ্জ্বলতা ফেরানোর টিপস
সুস্থ ত্বকের জন্য বাড়িতেই বানিয়ে নিন এই ফেসওয়াশ
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh