• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনার সংক্রমণ এড়াতে দিনে অন্তত ছয়বার হাত ধুয়ে নিন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মে ২০২০, ১০:০৪
করোনার সংক্রমণ এড়াতে দিনে অন্তত ছয়বার হাত ধুয়ে নিন
ফাইল ছবি

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ১ হাজার ছাড়িয়ে গেছে। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৯১০ জনের। বিশ্বে এমন মহামারিতে পরিস্থিতিতে সবার প্রথমে প্রয়োজন সচেতনতা, সর্বোচ্চ সতর্কতা এবং মানসিকভাবে ইতিবাচক থাকা।

কোভিড-19 করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে হাত ধোয়ার প্রতি।

সম্প্রতি দিনে অন্তত ছয় থেকে ১০ বার ভালো করে হাত ধুলে করোনাভাইরাসের মতো জীবাণুর সংক্রমণ কমানো সম্ভব বলে ব্রিটেনের একটি গবেষণায় বলা হয়েছে।