• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনার সংক্রমণ ঠেকাতে দাঁত ও মুখের যত্ন নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মে ২০২০, ১১:২৩
করোনার সংক্রমণ ঠেকাতে দাঁত ও মুখের যত্ন নেবেন যেভাবে
ফাইল ছবি

করোনাভাইরাসের প্রথম ও প্রধান আশ্রয়স্থল মুখের ভিতরের অংশ। আর এই কারণেই মুখে চাপা দিয়ে হাঁচি-কাশির অভ্যাস আয়ত্ত করা কিংবা কথা বলার সময় দূরত্ব বজায় রাখতে বলা হয়। বিভিন্ন সমীক্ষায় জানা গেছে, মুখের ভিতরে থাকা লালাগ্রন্থিতে কোভিড-19 ভাইরাস চুপচাপ বসে থাকে। সেই সময়টাতে আক্রান্তের কোনো রকম উপসর্গই থাকে না, অর্থাৎ অ্যাসিম্পটোম্যাটিক অবস্থায় থাকেন। এই অবস্থায় হাঁচি, কাশি, কথা বলার সময় ড্রপলেটের মাধ্যমে অসুখ ছড়িয়ে পড়ার ঝুঁকি খুব বেশি।

বিশেষজ্ঞরা জানান, ওরাল হাইজিন অর্থাৎ মুখের পরিচ্ছন্নতা বজায় রাখলে করোনাভাইরাসকে কিছুটা প্রতিহত করা যায়। লকডাউন চলাকালীন এবং পরবর্তী পর্যায়ে খুব প্রয়োজন না হলে ডেন্টাল চেম্বারে যাওয়া ঠিক নয়। অনেক সময় উপসর্গহীন রোগীর কাছ থেকে চিকিৎসকের করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকে।

চিকিৎসকদের মতে, অনেক সময় দাঁত বা চোয়ালের সমস্যাতে অস্ত্রোপচারের দরকার হয়। তবে এই পরিস্থিতিতে খুব বেশি দরকার হলে করোনাভাইরাস পরীক্ষা করিয়ে তারপর সার্জারি করা যেতে পারে।

এই সময় মুখগহ্বরের বিশেষ যত্ন নেয়া উচিত-