রাজধানীর ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে খায়রুল ইসলাম (২৬) ও আসাদুল ইসলাম (২৪) নামের ২ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল এ দুর্ঘটনা ঘটে।
ওই নির্মাণাধীন ভবনের আরেক শ্রমিক শরিফুল ইসলাম শ্রমিক জানান, খায়রুল ও আসাদুল দুজনেই সম্পর্কে চাচাতো ভাই। তারা ১৪তলা নির্মাণাধীন ভবনের নয়তলার বাইরের অংশে মাচাংয়ে দাঁড়িয়ে পলেস্তারের কাজ করছিলেন। হঠাৎ মাচাং ছিড়ে ২ জন নিচে পড়ে যান। পরে তাদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আসাদুল ও খায়রুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চারু রূপনগর গ্রামে। দুজনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।
কেএফ/পি