ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

কাজলের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ আদালতে

আরটিভি নিউজ

বুধবার, ২৪ মার্চ ২০২১ , ০৫:২৯ পিএম


loading/img
ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর হাজারীবাগ থানায় করা মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আজ বুধবার (২৪ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই অভিযোগপত্র গ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন জানান, অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২২ এপ্রিল তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আদালতের সূত্র বলছে, কাজলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় করা মামলায় জানুয়ারি মাসে অভিযোগপত্র দেয় পুলিশ। একই আইনে শফিকুলের বিরুদ্ধে রাজধানীর কামরাঙ্গীরচর থানায় করা মামলার অভিযোগপত্র চলতি মাসে দাখিল করে পুলিশ।

বিজ্ঞাপন

ডিজিটাল নিরাপত্তা আইনে শফিকুলের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় আরেকটি মামলা রয়েছে। পৃথক মামলায় গেলো বছরের ৩ মে থেকে কারাগারে ছিলেন শফিকুল।

গেলো বছরের ২০২০ সালে ২৫ ডিসেম্বর জামিনে মুক্তি পান তিনি। ২০২০ সালের ১০ মার্চ নিখোঁজ হওয়ার ৫৩ দিন পর ৩ মে বেনাপোল সীমান্তের কাছাকাছি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাজলকে খুঁজে পায়। এরপর অবৈধ অনুপ্রবেশের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়।

এমআই/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |