ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

মানিকের অপসারণ দাবি ইভ্যালির গ্রাহক-মার্চেন্টদের

আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ , ১০:৪৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ইভ্যালি পরিচালনায় হাইকোর্ট গঠিত বোর্ডের চেয়ারম্যান শামসুদ্দিন চৌধুরী মানিককে অপসারণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির গ্রাহক ও মার্চেন্টরা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘ইভ্যালির গ্রাহক ও মার্চেন্টবৃন্দ’র ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৭ দফা দাবি জানান তারা।

গ্রাহক ও মার্চেন্টদের প্রধান সমন্বয়ক মো. নাসির উদ্দিন বলেন, শামসুদ্দিন চৌধুরী ইভ্যালি নিয়ে ভিত্তিহীন ও মনগড়া বক্তব্য দিয়েছেন। আমরা তার অপসারণ দাবি করছি। ইভ্যালির এমডি ও চেয়ারম্যানকে মুক্তি দিয়ে নজরদারির মাধ্যমে ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দিতে হবে। ইভ্যালির এমডি, চেয়ারম্যানরা প্রতিষ্ঠানটিকে আবারও দাঁড় করাতে পারবে বলে আমরা বিশ্বাস করি। 

বিজ্ঞাপন

মানববন্ধনে তাদের আরও কয়েকটি দাবি জানানো হয়। সেগুলো হলো- বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ইক্যাব, পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট এবং ভোক্তা প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠন করা, করোনাকালে বিভিন্ন খাতের মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে প্রণোদনা দেওয়া, ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পরিচালনা বাধ্যতামূলক করা, ই-কমার্স উদ্যোক্তাদের সরকারিভাবে সুরক্ষা দেওয়া।

এনএইচ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |