ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আদালতের হাজতখানায় পার্থ গোপাল

আরটিভি নিউজ

রোববার, ০৯ জানুয়ারি ২০২২ , ১০:৩১ এএম


loading/img
ফাইল ছবি

ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং আইনের মামলায় সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের রায় আজ। সেজন্য কাশিমপুর কারাগার থেকে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন। 

ঢাকা মহানগর আদালতের হাজতখানার ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক নিপেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জুলাই পার্থর গ্রিন রোডের বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুদক তার বিরুদ্ধে মামলা করেন। পরে পার্থ গোপালকে গ্রেপ্তার দেখানো হয়।

এরপর ২০২০ সালের ৪ নভেম্বর সাবেক ডিআইজি পার্থের বিচার শুরু হয়। গত বছরের ২৪ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. সালাউদ্দিন সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করেন। গত ১৯ সেপ্টেম্বর পার্থ গোপাল ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরএ/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |