ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

‘বাংলাদেশের অবস্থা কখনো শ্রীলঙ্কার মতো হবে না’

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ , ১০:৫২ পিএম


loading/img

স্বাধীনতাবিরোধী একটি চক্র শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে তুলনা করে নতুন ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ২২৫টি উপকারভোগী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের জমির দলিল এবং চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশে কখনো শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে না। কারণ, আমাদের অর্থনীতির ভিত অনেক মজবুত। বাংলাদেশের অর্থনীতি নিয়ে স্বাধীনতাবিরোধীদের মিথ্যাচার দেশের ১৭ কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে। 

বিজ্ঞাপন

নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ভূমিহীন ও গৃহহীন জনগণকে জমি ও গৃহ প্রদান করে ইতিহাসে অমর হয়ে থাকবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিশ্বের বুকে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রোডম্যাপ প্রণয়ণ করে রাষ্ট্র পরিচালনা করছেন, সেটি বাস্তবায়িত হলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।

সূত্র: বাসস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |