ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য মানবিক সহায়তা ঘোষণা

আরটিভি নিউজ

রোববার, ০৫ জুন ২০২২ , ০১:১৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ইতোমধ্যে নগদ এক কোটি টাকা, শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৫ জুন) মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বরাদ্দকৃত অর্থ নিহতদের দাফন ও সৎকার এবং আহতদের চিকিৎসার্থে এ অর্থ দেয়া হবে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞাপন

এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৫০ হাজার ও আহতদের ২০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৫০ জন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |